বগুড়ায় আইসোলেনে থাকা শিশুর মৃত্যু

সমকাল প্রকাশিত: ০১ এপ্রিল ২০২০, ২০:০৬

বগুড়ায় আইসোলেশনে থাকা ১৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আইসোলেশন ইউনিট হিসেবে গড়ে তোলা মোহাম্মদ আলী হাসপাতালে শিশুটিকে বুধবার সন্ধ্যা ৬টা ৪০টার দিকে তার মৃত্যু হয়। বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শফিক আমিন কাজল জানান, মৃত শিশুটির নমুনা সংগ্রহ করে তা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। শিশুটির বাড়ি গাবতলী উপজেলার মহিষাবান এলাকায়।মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এটিএম নুরুজ্জামান সঞ্চয় জানান, শিশুটিকে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে আইসোলেশনে নেওয়া হয়েছিল। এজন্য তার বাড়িসহ আশপাশের বাড়িগুলো লকডাউনের জন্য প্রশাসনকে জানানো হবে।মোহাম্মদ আলী হাসপাতালের আরএমও জানান, ওই শিশুটির সাতদিন আগে পায়ে ব্যথা অনুভূত হয়। সে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা নিচ্ছিল। তবে তিনদিন আগে তার পা ফুলতে শুরু করে এবং গায়ে জ্বর আসে। মঙ্গলবার স্থানীয় এক চিকিৎসক তাকে স্যালাইন ও ওষুধ খেতে দেন। তারপর থেকে শিশুটির শ্বাসকষ্ট শুরু হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us