ঢাকা: বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রার্দুভাবের মধ্যে সবাইকে ঘরের থাকার নির্দেশনা দেওয়ায় বিপাকে পড়া নিম্ন আয়ের মানুষের জন্য এগিয়ে আসছেন সুপ্রিমকোর্টের আইনজীবীরা। তারা ওই সব মানুষের দৈনন্দিন খাবারের ব্যবস্থা করছেন। পাশাপাশি চিকিৎসকদের জন্য প্রায় আড়াই শতাধিক পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) সরবরাহ করেছেন।