স্কুলে পড়ার সময় আমরা একবার আমাদের পণ্ডিত স্যারকে এপ্রিল ফুল করেছিলাম। স্যার ক্লাসে ঢোকার আগেই আমরা আমাদের হোমওয়ার্কের খাতাগুলো উল্টো করে টেবিলে সাজিয়ে রেখেছি। স্যার এসে একটা একটা করে খাতা তুললেন এবং দেখলেন সবগুলো খাতা ফাঁকা। কোনো হোমওয়ার্ক নেই। স্যার অবাক হয়ে আমাদের দিকে তাকালেন। পেছনের বেঞ্চ থেকে আমাদের বন্ধু রশীদ, পণ্ডিত স্যার যাকে আবদুর রশীদ তর্কবাগীশ বলে ডাকেন, সে উঠে দাঁড়িয়ে বলল, স্যার...