করোনা মহামারিতে নিউ ইয়র্কে ফুরিয়ে আসছে হাসপাতালের শয্যা
প্রকাশিত: ৩১ মার্চ ২০২০, ২০:১৫
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের মহামারির কেন্দ্রস্থল হয়ে উঠেছে নিউ ইয়র্ক। সোমবার পর্যন্ত সেখানে ৬৭ হাজারের বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে। আর মারা গেছে এক হাজার দুইশোরও বেশি মানুষ। মহামারি এখনও চূড়ান্ত পর্যায়ে না পৌঁছালেও সেখানে ইতোমধ্যে হাসপাতালের শয্যার সংকট শুরু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে করোনায় আক্রান্ত নন এমন রোগীদের চিকিৎসা দিতে রবিবার নিউ ইয়র্ক উপকূলে নোঙ্গর করেছে এক হাজার শয্যার হাসপাতাল বিশিষ্ট মার্কিন নৌবাহিনীর একটি জাহাজ। মার্কিন সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার এই খবর জানিয়েছে।