চীনের সিচুয়ান প্রদেশের জিচ্যাং এলাকার বনভূমিতে সৃষ্ট দাবানলে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৮ জনই দমকল বাহিনীর সদস্য বলে জানা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার দেশটির স্থানীয় সময় বিকেল ৩টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। এরপর সেখানে দমকল বাহিনীর ১৪০টি গাড়ি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া চারটি হেলিকপ্টার এবং দমকল বাহিনীর ৯০০ সদস্য উদ্ধার কাজে অংশ নেন। তারা প্রায় ১ হাজার ২০০ মানুষকে দাবানল থেকে উদ্ধার করেন। আর উদ্ধার কাজে অংশ নিয়েই ওই…