প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বিজিবির সাড়ে ১২ কোটি টাকা প্রদান

সমকাল প্রকাশিত: ৩০ মার্চ ২০২০, ২০:৫১

প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সব স্তরের সদস্যদের একদিনের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করা হয়েছে। পাশাপাশি সংস্থাটির কল্যাণ তহবিল থেকেও অর্থ প্রদান করা হয়েছে। এ অর্থের পরিমান ১২ কোটি ৫২ লাখ দুই হাজার ৮০৩ টাকা।রোববার বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম অন্যান্য সংস্থার প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। সেখানে তিনি এই অর্থ প্রদানের ঘোষণা দেন। বিজিবি মহাপরিচালক পরে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউসের সঙ্গে দেখা করেন।বর্ডার গার্ড বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম সমকালকে বলেন, বিজিবির সব স্তরের সদস্যদের পক্ষ থেকে একদিনের বেতনের সমপরিমাণ দুই কোটি ৫২ লাখ দুই হাজার ৮০৩ টাকা এবং বিজিবির কল্যাণ তহবিল থেকে ১০ কোটি টাকাসহ মোট ১২ কোটি ৫২ লাখ দুই হাজার ৮০৩ টাকা  প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে  প্রদান করা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us