করোনা মহামারী নিয়ন্ত্রণে আইনের প্রয়োগ

বণিক বার্তা প্রকাশিত: ৩০ মার্চ ২০২০, ০১:২০

চীনের উহান প্রদেশে করোনাভাইরাস প্রাদুর্ভাবের পর থেকে সারা বিশ্ব বেশ লম্বা সময় পেয়েছিল এর বিরুদ্ধে লড়াইয়ে নিজেকে প্রস্তুত করার জন্য। এ ভাইরাসের ভয়াবহতা বুঝতে না পারার কারণে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মূল্য দিতে হয়েছে ইতালির জনগণকে। তার পরের অবস্থানে আছে স্পেন ও ফ্রান্স। হালে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি আক্রান্তের তালিকায় অবস্থান করছে। বাংলাদেশ বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় বেশি ঝুঁকিতে ছিল বা আছে। কেননা এ দেশের নাগরিকদের একটি বড় অংশ সারা পৃথিবীতে ছড়িয়ে-ছিটিয়ে আছে, যাদের একটি বড় অংশ এরই মধ্যে দেশে ফিরেছেন। প্রবাসীদের একটি বড় অংশ যে দেশে ফিরবেন, এটা প্রত্যাশিত ছিল কিন্তু তাদের প্রত্যাগমনের পর যথাযথ স্বাস্থ্য পরীক্ষা কিংবা আক্রান্তদের চিকিৎসার কোনো প্রস্তুতি আগে থেকে নেয়া হয়নি। ফলে বিদেশ প্রত্যাগতদের আশকোনায় অবস্থিত হজ ক্যাম্পে রাখাসহ নানা অব্যবস্থাপনা দেখা গেছে। বিদেশ প্রত্যাগতদের সবাই করোনা আক্রান্ত হিসেবে ধরে নেয়ার ফলে তাদের প্রতি স্থানীয়দের বিরূপ মনোভাবের সৃষ্টি হয়েছে, যা খুবই অপ্রত্যাশিত ও অগ্রহণযোগ্য।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us