প্রতিমন্ত্রী ইন্দিরার নামে ভুয়া ফেসবুক আইডি, সতর্ক থাকার আহ্বান

বার্তা২৪ প্রকাশিত: ২৯ মার্চ ২০২০, ১৪:৪৫

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে তাতে অর্থ সহায়তা চেয়ে পোস্ট দিয়েছে কোনো প্রতারক।
এর প্রেক্ষিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছে, প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা কোনো ফেইসবুক অ্যাকাউন্ট, পেজ বা গ্রুপ ব্যবহার বা পরিচালনা করেন না। তার নামে অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকেও প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি (Fazilatun Nessa Indira MP) বা অন্য কোনো নামে ফেসবুক একাউন্ট পরিচালিত হয় না। সম্প্রতি Fazilatun Nessa Indira (ফজিলাতুন্নেছা ইন্দিরা এমপি) নামক ভুয়া ফেইসবুক অ্যাকাউন্ট থেকে গরির-অসহায় মানুষকে সাহায্য করার নামে সহায়তা চেয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। যা সম্পূর্ণরূপে অসৎ উদ্দেশ্য প্রণোদিত ও বেআইনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us