করোনাভাইরাস : বিপদে কাঁচা পণ্য উৎপাদকরা

কালের কণ্ঠ প্রকাশিত: ২৭ মার্চ ২০২০, ০৯:২১

বাংলাদেশে করোনাভাইরাসের কারণে 'লকডাউন' পরিস্থিতিতে বড় ধরনের সংকটের মুখে পড়েছে পচনশীল খাদ্য পণ্যের উৎপাদক ও ব্যবসায়ীরা। সরকারি কারণ সরকারি নির্দেশনায় পচনশীল খাদ্যপণ্য পরিবহন এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হলেও তাদেরকে পণ্য বাজারজাত করতে পদে পদে বাধার মুখে পড়তে হয়েছে। গণপরিবহন বন্ধ হয়ে যাওয়ায় জেলা শহর থেকে পাইকারি ব্যবসায়ীরা সবজি কেনার জন্য আসতে পারছেন না। ফরিদপুরের কানাইপুর উপজেলার শোলাকুন্ডু গ্রামের সবজি চাষি কলম চকদার অর্ধেক দামেও তার সবজি বিক্রি করতে পারছেন না। তিনি বলেন,"বাজারে পণ্য দেয়ার পর দেখি লোকজন নাই। দাম একেবারে পড়ে গেছে। ছয়শ টাকার মাল বেচলাম তিনশ টাকায়। গরমকালে সবজি রাখলেও তো পচে যাবে।" তিনি বলেন, "পাইকাররা জানে যে তারা বিক্রি করতে পারবে না। রাস্তায় গাড়ি নাই আসতেও পারছে না। তো অর্ধেক দামেও কিছু কিনছে না। এমনি এমনি সবজি দিয়ে দিচ্ছি মানুষকে। কি করবো?" এদিকে দেশের বিভিন্ন স্থানে তরল দুধ উৎপাদকরাও বড় ধরণের ক্ষতির মুখে পড়েছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us