করোনা মোকাবিলায় ৪ টন চাল বিতরণ করবেন মাশরাফি

প্রথম আলো প্রকাশিত: ২৭ মার্চ ২০২০, ০৮:০০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত কিছু অনুষ্ঠানে উপস্থিত থাকতে গত সপ্তাহে নড়াইলে গিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। ঢাকায় ফিরেই সপ্তাহখানেক ধরে তিনি ঘরবন্দী। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাশরাফি নিজে যেমন ঘরবন্দী, নানাভাবে মানুষকে আহ্বান করছেন ঘরে থাকতে। এ কঠিন পরিস্থিতিতে মাশরাফিকে একসঙ্গে অনেক কিছু ভাবতে হচ্ছে। আর সবার মতো নিজের পরিবার, আত্মীয়স্বজনকে নিয়ে যেমন ভাবতে হচ্ছে, একই সঙ্গে তিনি একজন খেলোয়াড়ও। সতীর্থ, ক্রীড়াঙ্গনের অন্যান্য মানুষদের নিয়েও চিন্তা করতে হচ্ছে। এই দুই চিন্তার চেয়ে তিনি বেশি ভাবছেন নড়াইলের সাধারণ মানুষকে নিয়ে। তিনি একজন জন প্রতিনিধিও। নড়াইল-২ আসন থেকে নির্বাচিত সাংসদ হিসেবে তাঁকে প্রতিনিয়ত ভাবাচ্ছে, এই দুর্যোগ তাঁর এলাকার মানুষ কাটিয়ে উঠবে কীভাবে। গত পরশু যখন মাশরাফির সঙ্গে কথা হচ্ছিল, মুঠোফোনের এ প্রান্ত থেকেই তাঁর উদ্বেগটা বেশ টের পাওয়া যাচ্ছিল। সাধারণত অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়াটা তাঁর সহজাত গুণ। কিন্তু পরিস্থিতি এমনই ঝাঁপিয়ে পড়তে পারছেন না। নিয়ম মেনেই সবার মতো তিনিও ঘরে আটকা। ঘরে আটকা থাকলেও বসে নেই। ঢাকা থেকেই নানা উদ্যোগ নিচ্ছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

রংপুরের বিপক্ষে মাশরাফিদের মান বাঁচানো পুঁজি

ঢাকা পোষ্ট | শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
৩ মাস আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us