অবশেষে সিনেমার শুটিং বাদ দিয়ে ঘরে ফিরলেন তারা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৬ মার্চ ২০২০, ১৪:০৯

বিশ্বব্যাপী বিরাজ করছে করোনা আতঙ্ক। এরই মধ্যে বাংলাদেশে ৩৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যুর সংখ্যা পাঁচ। এরই মধ্যে বন্ধ হয়েছে স্কুল কলেজ, সিনেমা হল, নাটক সিনেমার শুটিং। করোনা প্রতিরোধে সরকারী ছুটি ঘোষণা করা হয়ছে। বন্ধ করা হয়েছে যোগাযোগ ব্যাবস্থা।এমন পরিস্থিতির মধ্যে সুন্দরবনে চলেছে আবু রায়হান জুয়েল পরিচালিত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার শুটিং। ২৫জন শিশুশিল্পীসহ ৭০জনের সিনেমা ইউনিট নিয়ে গত ১৪ মার্চ ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার শুটিং শুরু করেছিলেন নির্মাতা। কথাছিলো টানা ২৫ দিন শুটিং করে তবেই ফিরবেন।কিন্তু করোনার কারণে অবশেষে শুটিং বন্ধ করে আগে ভাগেই ঢাকায় ফিরছেন তারা। আজ বৃহস্পতিবার সুন্দরবন থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার ইউনিট। বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির সহকারী পরিচালক আবুল কালাম আজাদ।সিনেমার শুটিং নিয়ে আজাদ বলেন, ‘আমরা সুন্দরবনে শুটিং করেছি। লোকালয়ের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ ছিলো না। বাইরের কেউ আমাদের শুটিং স্পটে আসা সম্ভব ছিলো না। আমরা খুব সতর্কতার সঙ্গে কয়েকদিন শুটিং করেছি। অবশেষে আরও সেফটির কথা ভেবে কাজ বাকি রেখেই ফিরে আসছি।’এ সিনেমায় জুটি বেঁধে আভিনয় করছেন সিয়াম-পরীমনি। এ ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করছেন—শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, মুনিরা মিঠু, কচি খন্দকার, আশিষ খন্দকারসহ ১৮ জন শিশুশিল্পী। ২০১৮-১৯ অর্থ বছরে সরকারি অনুদানে নির্মিত হচ্ছে এটি।প্রখ্যাত লেখক মুহাম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে নির্মিত হচ্ছে এটি। প্রথমে চলচ্চিত্রটির নাম ছিল ‘নসু ডাকাত কুপোকাত’ পরবর্তীতে নাম পরিবর্তন করে রাখা হয় ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। এর চিত্রনাট্য রচনা করেছেন জাকারিয়া সৌখিন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us