নির্দেশনা অমান্য করে আড্ডা, কান ধরে উঠবস করাচ্ছে পুলিশ

কালের কণ্ঠ প্রকাশিত: ২৬ মার্চ ২০২০, ১৩:৫০

চট্টগ্রাম মহানগরে ঘরে থাকার নির্দেশনা অমান্য করে স্থানে স্থানে আড্ডা দেওয়া যুবকদের কান ধরে উঠবস   করাচ্ছে পুলিশ। একইসঙ্গে মৃদু লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি নগরবাসীকে ঘরে থাকার অনুরোধ জানিয়ে মাইকিং চলছে।  আজ বৃহস্পতিবার দুপুরে বাকলিয়া থানা এলাকা পরিদর্শনের সময় অলি-গলিতে কিছু যুবককে আড্ডা দিতে দেখেন বাকলিয়া থানা পুলিশের কর্মকর্তারা। তাদের কাছে আড্ডা দেওয়ার কারণ জানতে চাইলে যুবকরা কোনো সদুত্তর দিতে পারেনি। পরক্ষণে তাদের ২০ বার কান ধরে উঠবস করার নির্দেশ দেয় পুলিশ।  থানা এলাকার অলিগলি ঘুরে দেখা গেছে, কিছু কিছু দোকান এখনো খোলা আছে। অল্প সংখ্যক হলেও রিকশা চলাচল করছে অলিগলিতে। কোনো কোনো বস্তির পাশে মানুষ যতটা বেধে আড্ডা দিচ্ছে। অলিগলির কিছু দোকান খোলা থাকার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বাকলিয়া থানার অফিসার ইনচার্জ নেজাম উদ্দিন কালের কণ্ঠকে বলেন, 'সকাল থেকে পুলিশ মাঠে আছে। অলিগলি দোকানগুলো বন্ধ করে দেওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। এছাড়া মসজিদের ইমামদের অনুরোধ জানানো হয়েছে, নামাজের আগে যেন করো না ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের গৃহীত পদক্ষেপগুলো মাইকে প্রচার করেন।'
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us