সুরক্ষা ব্যবস্থা ছাড়াই হাসপাতালে যান আড়াই লাখ ওষুধ বিপণন কর্মী
প্রকাশিত: ২৪ মার্চ ২০২০, ১১:১৮
ওষুধ কোম্পানিগুলোর মোট কর্মীর ৬৫ শতাংশই নিয়োজিত রয়েছেন সেলস ও মেডিকেল রিপ্রেজেন্টেটিভ পদে। সারা দেশে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ওষুধ বিপণনের সঙ্গে যুক্ত প্রায় ২ লাখ ৫০ হাজার কর্মী, যাদের প্রতিদিন কমপক্ষে দুবার হাসপাতাল ও বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বারে যেতে হয়। কিন্তু কোনো ধরনের সুরক্ষা ব্যবস্থা ছাড়াই সেখানে যান তারা, যা বিদ্যমান করোনাভাইরাস পরিস্থিতিতে ঝুঁকিতে ফেলে দিচ্ছে এসব ওষুধ বিপণন কর্মীকে।