১৯৯২ সালে পৃথিবী কোন দিকে হাঁটছে, তা বুঝতে পারছিল না অনেকেই। শোষণ থাকবে না মানুষের জীবনে—এমন বিশ্বাসে দীক্ষা নিয়েছিলেন যাঁরা, তাঁরা হঠাৎ দেখলেন, তাঁদের অঙ্গীকারে কেউ ঢোকাল ছুরি। কিছুদিন আগেই ভেঙে গেছে সোভিয়েত ইউনিয়ন। পেরেস্ত্রোইকা আর গ্লাসনোস্তের হাত ধরে পুঁজিবাদ এসে বসেছে সে দেশের উঠানে। তারপর দখল করে নিয়েছে ভিটেটাও!
সে সময় সোভিয়েত ইউনিয়নে পড়াশোনা করছিলাম আমরা কেউ কেউ। দেশজুড়ে ছাপোষা...