আওয়ামী লীগের ধানমন্ডি অফিসে কাদের-নাছিমের বাহাস

বণিক বার্তা প্রকাশিত: ১৫ মার্চ ২০২০, ১৭:০১

আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সম্পাদকমণ্ডলীর কক্ষে কর্মীদের প্রবেশ নিয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিমের মধ্যে বাহাস হয়েছে বলে জানা গেছে। গত শুক্রবার দিবাগত রাতে দলের শীর্ষস্থানীয় এ দুই নেতার মধ্যে বাদানুবাদ হয় বলে জানান সে সময়ে কার্যালয়ে উপস্থিত থাকা একাধিক নেতা।তারা বলেন, দলীয় সম্পাদকমণ্ডলীর সদস্যের কক্ষে যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের সাবেক নেতাদের নিয়ে বসাকে কেন্দ্র করে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন দুই নেতা। তবে বিষয়টি নিয়ে বাহাউদ্দীন নাছিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটা বড় কিছু নয়। একটু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল।সেখানে উপস্থিত আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক সদস্য বলেন, কার্যালয়ের ভেতরে কর্মীদের প্রবেশের বিষয়ে দলের সাধারণ সম্পাদকের পক্ষ থেকে একটি অলিখিত নিষেধাজ্ঞা রয়েছে । ফলে কর্মীদের কার্যালয়ের ভেতরে প্রবেশে ভীতি কাজ করে। নাছিম সাহেবসহ আমরা মনে করেছিলাম আজকে (শুক্রবার রাত) ওবায়দুল কাদের পার্টি অফিসে আসবেন না। সে ধারণা থেকে সাবেক ছাত্রনেতা ও যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান আতা, পাবনা এডওয়ার্ড কলেজের সাবেক ভিপি আরিফসহ কয়েকজনকে ভেতরে ডাকা হয়। তারা আমাদের সঙ্গে বসে কথা বলেন।রাত সাড়ে ৮টার দিকে দলীয় কার্যালয়ে প্রবেশ করেন ওবায়দুল কাদের। ঢুকেই তিনি সরাসরি সম্পাদকমণ্ডলীর নির্ধারিত কক্ষে যান। এসময় তিনি বসে থাকা সাবেক নেতাদের উদ্দেশে উচ্চস্বরে বলেন, ‘তোমরা কারা? এখানে কেন ঢুকেছো?’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us