করোনা আতঙ্কে এখন নতুন ছবি রিলিজ ও আগামী ছবিগুলোর শিডিউল নিয়ে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন। এর ভেতরে শাকিব খানের ছবিও যখন পরপর প্রত্যাশিত ব্যবসা না করে তখন চলচ্চিত্রের সঙ্কট বলতেই হয়। দীর্ঘদিন পর শাকিব খান অভিনীত পরপর দুটি ছবি ফ্লপ তালিকায় নাম লেখালো। এর একটি বীর ও আরেকটি শাহেনশাহ।