আশকোনা হজ ক্যাম্পের কোয়ারেন্টাইনে পাঠানো ইতালি ফেরত ১৪২ জন প্রবাসী বাংলাদেশির মধ্যে কয়েকজন বিক্ষোভ করছেন। তাদের দাবি ‘কর্তৃপক্ষের অব্যবস্থাপনা’র কারণে তারা বিক্ষোভ করছেন।
আজ শনিবার সকালে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছনোর পরেই তাদের কোয়ারেন্টাইনের জন্য আশকোনা হজ ক্যাম্পে পাঠানো হয়।
পুলিশ ও আনসারের উপস্থিতিতেই তারা বিক্ষোভ শুরু করেন। তাদের দাবি দুপুর আড়াইটা পর্যন্ত সেখানে কোনো চিকিৎসক বা স্বাস্থ্য কর্মকর্তা পৌঁছেননি। এমনকি তাদের কোনো খাবারও সরবরাহ করা হয়নি।
তারা বলছেন, তাদের জ্বর বা কাশির মতো কোনো লক্ষণ নেই।