মিশিগানের বিভিন্ন স্থানে ৮ ও ৯ মার্চ শ্রীকৃষ্ণের দোলযাত্রা ও হোলি উৎসব উদ্যাপিত হয়েছে। দোলযাত্রা বা দোল পূর্ণিমা মূলত হিন্দু বৈষ্ণবদের উৎসব। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির দিয়ে রাধিকা ও তাঁর গোপীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। সেই থেকেই দোল পূর্ণিমার দিনে হোলি বা রং খেলার প্রচলন শুরু হয়। দোল পূর্ণিমা উপলক্ষে ডেট্রয়েট দুর্গা মন্দিরে ৮ মার্চ...