করোনার প্রভাব হজে : পাসপোর্ট ভেরিফিকেশন ২৫ হাজার নিবন্ধন ৩৮৮৭

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১১ মার্চ ২০২০, ০৮:৪০

রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে ব্যবস্থাপক পদে কর্মরত আফজাল হোসেন। চলতি বছর বাবা-মাকে হজে পাঠানোর জন্য জনপ্রতি ২৮ হাজার টাকা করে ৫৬ হাজার টাকা জমা দিয়ে প্রাক নিবন্ধন করিয়েছেন। ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী গত ২ মার্চ থেকে নিবন্ধন শুরু হয়েছে। চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। আফজাল হোসেন যে বেসরকারি হজ এজেন্সি থেকে প্রাক নিবন্ধন করিয়েছেন তারা নিবন্ধনের টাকা জমা দেয়ার জন্য মোবাইলফোনে তাগাদা দিচ্ছেন। কিন্তু বাংলাদেশসহ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস আতঙ্কে আফজাল হোসেন বাবা-মায়ের নিবন্ধনবাবদ তিন লক্ষাধিক টাকা জমা দিতে সাহস পাচ্ছেন না। তিনি পরিচিতিজনদের সঙ্গে যোগাযোগ করে টাকা জমা দেয়া ঠিক হবে কি না, এবার হজ হবে কি না, টাকা জমা দিলে ফেরত পাবেন কি না ইত্যাদি সম্পর্কে জানার চেষ্টা করছেন। শুধু আফজাল হোসেনই নন, করোনাভাইরাস (কোভিড-১৯) আতঙ্কে চলতি বছর হজ গমনেচ্ছু ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জনের অধিকাংশেই নিবন্ধনের টাকা জমা দিতে সিদ্ধান্তহীনতায় ভুগছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us