রাইস ট্রান্সপ্লান্টার সাড়া ফেলেছে

প্রথম আলো প্রকাশিত: ০৬ মার্চ ২০২০, ১১:০১

সিরাজগঞ্জে আধুনিক কৃষিযন্ত্র রাইস ট্রান্সপ্লান্টার কৃষকদের মধ্যে সাড়া ফেলেছে। এই যন্ত্র ব্যবহারে যেমন স্বল্প সময়ে সারিবদ্ধভাবে ধানের চারা লাগানো যায়, তেমনি খরচও কম। এ কারণে কৃষকেরা এই যন্ত্র ব্যবহারে আগ্রহী হয়ে উঠছেন। তাঁরা যন্ত্রটি সহজলভ্য করার দাবি জানিয়েছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিরাজগঞ্জ কার্যালয় থেকে জানা গেছে, খামার যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় স্থানীয় কৃষি বিভাগ কৃষকদের ভর্তুকির মাধ্যমে আধুনিক কৃষিযন্ত্র রাইস ট্রান্সপ্লান্টারসহ অন্যান্য আধুনিক কৃষিযন্ত্র সরবরাহ করছে। চলতি বছর জেলায় ১ লাখ ৪১ হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। বোরো মৌসুম এলেই কৃষকদের নানা সমস্যায় পড়তে হয়। শ্রমিক সংকটের কারণে ভোগান্তি বেড়ে যায় দ্বিগুণ। অনেক সময় যথাসময়ে জমিতে সঠিকভাবে ধানের চারা রোপণ করা সম্ভব হয়ে ওঠে না। এ কারণে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি খরচও বেড়ে যায়। কিন্তু রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে জমিতে চারা রোপণ করে উপকৃত হওয়ায় এর প্রতি আগ্রহী হয়ে উঠছেন জেলার কৃষকেরা। গত মঙ্গলবার দুপুরে মাঠে গিয়ে কথা হয় জেলার সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের কৃষকদের সঙ্গে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us