সেচ সংকটের কারণে যশোর অঞ্চলের উঁচু জমিতে কৃষকদের ধানের আবাদ করা ছিলো কষ্টসাধ্য। আবাদ করলেও খরচের টাকা তুলতে না পারায় বছরের পর বছর জমি ফেলে রাখতেন কৃষকরা। এখন এসব জমিতেই বাণিজ্যিকভাবে তুলা চাষ করে সচ্ছলতা ফিরতে শুরু করেছে এ অঞ্চলের কৃষকদের। অন্যান্য ফসলের তুলনায় উৎপাদন খরচ কম হওয়ায় এবং আশানুরূপ দাম পাওয়ায় তুলা চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা।