গাসিকের ৩২নং ওয়ার্ডে কাউন্সিলর পদে উপ-নির্বাচন ২৯ মার্চ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১১:২৩

গাজীপুর সিটি কর্পোরেশনের ৩২নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর মৃত্যুবরণ করায় ওই ওয়ার্ডে আগামী ২৯ মার্চ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার ছিল কাউন্সিলর উপ-নির্বাচনের প্রার্থীদের মনোয়নপত্র দাখিলের শেষ দিন। গাজীপুর জেলা নির্বাচন অফিসে সহকারী রিটার্নিং অফিসার হুমায়ুন কবীর কাছে মনোনয়নপত্র জমা দেন কাউন্সিলর প্রার্থী আব্দুল হামিদ, মো. রফিকুল ইসলাম, হাজী আহম্মেদ আলী ও মো. আতাউর রহমান। রোববার ১ মার্চ মনোনয়নপত্র যাচাই বাচাই, ৮ মার্চ প্রার্থিতা প্রত্যাহার ও ৯ মার্চ প্রতীক বরাদ্দ দেয়া হবে। আগামী ২৯ মার্চ সকাল ৮ থেকে টানা ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ওই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা প্রায় সাড়ে ১৩ হাজার। গত ১৩ ডিসেম্বর ওই ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর পাঞ্জর আলী মৃত্যুবরণ করেন। তারপর থেকে ওই ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর আসনটি শূন্য ঘোষণা করা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us