বিদ্যুতের পাইকারি দর ৮ দশমিক ৪ শতাংশ ও গ্রাহক পর্যায়ে ৫ দশমিক ৩ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বৃহস্পতিবার বিকেলে বিইআরসির চেয়ারম্যান মো. আব্দুল জলিল এই ঘোষণা দেন। তিনি জানান, মার্চ থেকে বিদ্যুতের নতুন এই দর কার্যকর হবে।এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য মকবুল ই ইলাহী চৌধুরী, রহমান মুরশেদ, মোহাম্মদ আবু ফারুক, মোহাম্মদ বজলুর রহমান।