চুয়াডাঙ্গায় চীন থেকে আসা এক শিক্ষার্থীকে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নীবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে চিকিৎসকরা বলছেন, লক্ষণ দেখে মনে হচ্ছে তিনি টনসিলের সমস্যায় ভুগছেন। তাঁকে এখনই করোনাভাইরাসে আক্রান্ত বলা যাচ্ছে না। নাজমুল হাসান হিরণ (২৩) চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুমারী গ্রামের আব্দুস সালামের ছেলে। তাঁকে গতকাল রোববার দুপুর ২টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। সম্প্রতি চীন থেকে বাংলাদেশে ফেরেন হিরণ। তিনি চীনে একটি বিশ্ববিদ্যালয়ের সফটওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র। কয়েকদিন আগে তিনি গলার ব্যাথা ও ঠাণ্ডাজনিত সমস্যায় ভুগত