অবৈধ গ্যাস রিফুয়েলিং

দৈনিক আজাদী প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১১:০৭

চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদ ৩নং ব্রীজ এলাকায় একটি অবৈধ গ্যাস রিফুয়েলিং কারখানায় পুলিশ ও ভ্রাম্যমান আদালত ২ দফা অভিযান চালায়। অভিযানে ৩জনকে আটক করা হলেও পরে মুছলেখা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়। গত ১৭ ফেব্রুয়ারি রাত দেড়টার দিকে চন্দনাইশ থানা পুলিশ ও গতকাল ১৮ ফেব্রুয়ারি বিকেল ৩টার দিকে ভ্রাম্যমান আদালত দু’দফা এ অভিযান পরিচালনা করেন। পুলিশ ও স্থানীয়ভাবে জানা যায়, উপজেলার হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদ ৩নং ব্রীজ এলাকার বার্মাপাড়া মসজিদের পাশে একটি টিনের ঘেরার ভেতর পরিত্যক্ত বাড়িতে দীর্ঘদিন ধরে গ্যাসের বড় বোতল থেকে ছোট বোতলে অবৈধভাবে গ্যাস রিফুয়েলিং করে বাজারজাত করে আসছিল একটি প্রভাবশালী চক্র। গোপন সুত্রে সংবাদ পেয়ে চন্দনাইশ থানার একদল পুলিশ গত ১৭ ফেব্রুয়ারি রাত দেড়টার দিকে অভিযান পরিচালনা করে। এসময় ওই কারখানা থেকে পূর্ব এলাহাবাদ এলাকার আবু ফয়েজের পুত্র মোহাম্মদ নছিব ও একই এলাকার আবদুল হাকিমের পুত্র ইমাম হোসেনকে আটক করা হয়। চন্দনাইশ থানার এসআই বাবুল মিয়া জানান, ওই কারখানায় অভিযান পরিচালনা হলেও তেমন কিছুই পাওয়া যায়নি। তবে দেড়শ পিসের মতো গ্যাসের ছোট খালি বোতল পাওয়া যায়। গ্যাসের খালি বোতলগুলো এক সপ্তাহের মধ্যে ওই স্থান থেকে সরিয়ে নেয়ার শর্তে আটককৃত ২ জনের কাছ থেকে মুছলেখা নিয়ে ছেড়ে দেয়া হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us