ছাপচিত্রকে গ্রহণ করার রুচি সবার ভেতরে আসছে না। সফিউদ্দিন স্যার আমাদের কাঠের ওপরে কাজ করাতেন। কাজগুলো ভীষণ কষ্টকর ছিল। ছাত্রজীবন শেষে বিদেশে লেখাপড়া করতে গিয়ে নিজের ঘাড়ে তুলে নিলাম সেই কাজ। বিদেশে গিয়ে দেখলাম অনেক সুন্দর কাজ হয় এ মাধ্যমে