পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার চরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বেড়েরধন নদী (চত্রা প্রাইমারী স্কুল) সড়কের প্যাদারহোতা খালে নির্মিত ৯ দশমিক ১৫ মিটার দীর্ঘ ব্রিজ এলাকাবাসীর কোনো উপকারে আসছে না। সংযোগ সড়ক না থাকাই এর প্রধান কারণ বলে জানা গেছে। ২০১৫-১৬ অর্থবছরে এলজিইডি ১৯ লাখ ৫০ হাজার ৭৯৯ টাকা ব্যয়ে নির্মাণ করেছিল ব্রিজটি। সমতল মাটি থেকে ৭ ফুট উঁচুতে ব্রিজটি নির্মাণ করায় এর সুফল ভোগ করতে পারছে না মানুষ। গত চার বছরেও দুইপাশে সংযোগ সড়ক নির্মাণ না থাকায় ব্রিজটি স্থানীয় ৫ গ্রামের…