দ্বিতীয় সেশনে বাংলাদেশের অর্জন এক উইকেট

ঢাকা টাইমস প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১৬:০১

রাওয়ালপিন্ডি টেস্টে গতকালই (শুক্রবার) শেষ হয়েছিল বাংলাদেশের প্রথম ইনিংস। শনিবার ম্যাচের দ্বিতীয় দিন সকালে নিজেদের প্রথম ইনিংসের ব্যাট করতে নামে পাকিস্তান। দিনের প্রথম সেশনে ২ উইকেটে ৯৫ রান করে তারা। দ্বিতীয় সেশন শেষে তাদের দলীয় স্কোর ৩ উইকেটে ২০৬ রান। অর্থাৎ, দ্বিতীয় সেশনে বাংলাদেশ নিতে পেরেছে মাত্র ১ উইকেট। পাকিস্তানের ইনিংসের শুরুতেই আঘাত হানেন টাইগার পেসার আবু জায়েদ রাহি। ফেরান স্বাগতিক ওপেনার আবিদ আলীকে। ইনিংসের দ্বিতীয় ওভারে নিজের দ্বিতীয় বলেই সফল হন আবু জায়েদ। উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচে শূন্য রানে আবিদকে ফেরানে এই ডানহাতি। শুরুতে উইকেট হারানো পাকিস্তান দ্বিতীয় উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে তোলে। তবে শান মাসুদ ও আজহার আলীর ৯১ রানের জুটি ভাঙেন সেই জায়েদ। এবার পাকিস্তান অধিনায়ক আজহার আলীকে ইনিংসের ২৩তম ওভারের দ্বিতীয় বলে ব্যক্তিগত ৩৪ রানে স্লিপে থাকা নামজুল হোসেন শান্তর ক্যাচে মাঠ ছাড়া করান তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us