নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম বলেছেন, ‘ইসির সঙ্গে পর্যবেক্ষকদের বিষয়ে কিছু কথা বলেছি। তারা যেন নিয়মকানুন মেনে চলেন। বিশেষ দেশের কেউ যেন এখানে মাতব্বরি না করে।’ আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন এইচ টি ইমাম। তিনি বলেন, ‘নির্বাচনের সার্বিক অবস্থা ভালো। আমাদের সহযোগিতার জন্য সেটা হয়েছে।’ ইসির সঙ্গে বৈঠক প্রসঙ্গে এইচ টি ইমাম বলেন, ‘বিশেষ দেশের কেউ যেন এখানে মাতব্বরি না করে। অন্যান্য দেশে এমন কোনো সুযোগ নেই। অন্য দেশে তাদের অনেক বিধিনিষেধ থাকে। অনেক নিয়মকানুন মানতে হয়। অনেক সময়ে অনেকেই অনেক কথা বল