‘কে লইবে মোর কার্য’

প্রথম আলো তোফায়েল আহমেদ প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২০, ১১:০৮

এ শহরের নানা ‘কার্য’-এর দায়িত্ব নেওয়ার জন্য ৯৮০ জন কাউন্সিলর ও ১৩ জন মেয়র প্রার্থী সারা শহরের অলিগলি চষে বেড়াচ্ছেন। শহরের জীবনযাত্রাকে সুখ-সমৃদ্ধিতে ভরে দেওয়ার জন্য কত ‘কার্য’-এর ওয়াদা-প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন, তার হিসাব নেই। যে শহর ‘বাসযোগ্যতা’র মাপকাঠিতে বিশ্বমানের বিচারে নিম্ন থেকে দুই বা তিনে অবস্থান করে, সে শহরের দায়িত্ব নেওয়ার আগেই তাঁরা যেভাবে নগরদূষণে অবদান রাখলেন এবং তা নিয়ে উচ্চ আদালত অত্যন্ত প্রণিধানযোগ্য যে ‘রুলটি’ জারি করেছেন, সে বিষয় নিয়েই এ প্রসঙ্গের অবতারণা। নির্বাচনী আচরণবিধি মেনে রঙিন পোস্টার করা থেকে বিরত থাকলেও ১৩ জন মেয়র ও ৯৮০ জন কাউন্সিলর প্রার্থীর লেমিনেটেড পোস্টারের সংখ্যা কত হতে পারে। একটি আনুমানিক হিসাবে দেখা যায়, তা ৫৫ লাখের বেশি বৈ কম নয়। নির্বাচন পর্যন্ত সব প্রার্থী ও সমর্থক সেসব পোস্টার জীবন দিয়ে রক্ষা করবেন, কিন্তু নির্বাচনের পরদিন থেকে এ লেমিনেটেড পোস্টার অপসারণ ও তা পরিবেশসম্মতভাবে ধ্বংসের দায়িত্ব কে নেবেন। শেষ পর্যন্ত তা নগরীর নালা-নর্দমা, সর্বশেষ নদ-নদী দূষিত করবে। নির্বাচিত হয়ে যে ‘কার্য’সমূহ করার ওয়াদা করছেন, তা তো দূরের বাদ্য। পরাজিতদের তো ওয়াদা রক্ষার কোনো গরজই থাকবে না, কিন্তু বিজয়ী এবং পরাজিত সবাই মিলে যে অকার্যটি লেমিনেটেড পোস্টারের মাধ্যমে করে গেলেন, তার ক্ষতিকর প্রভাব ঢাকাবাসীকে ভুগতে হবে অনেক দিন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

১০ তলা ভবন নিলামে ৬০ হাজার টাকায় বিক্রি

সমকাল | মোহাম্মদপুর, ঢাকা
১ মাস, ১ সপ্তাহ আগে

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us