‘দেখা হয় নাই চক্ষু মেলিয়া’

ইত্তেফাক সম্পাদকীয় প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২০, ১০:৩৬

সত্যজিত্ রায় ছোট্টবেলায় মাতার সহিত রবীন্দ্রনাথের নিকট উপস্থিত হইলে তিনি তাহার খাতায় একটি ছোট্ট কবিতা লিখিয়া দিয়াছিলেন। সেই কবিতাখানি আজ শুধু জনপ্রিয় কবিতা হিসাবে নহে, আমাদের যাপিত জীবনে, রাজনৈতিক জীবনে এক চরম বাস্তবতা হইয়া রহিয়াছে। কবিতায় তিনি লিখিয়াছিলেন, ‘বহু দিন ধরে’ বহু ক্রোশ দূরে/ বহু ব্যয় করি বহু দেশ ঘুরে/ দেখিতে গিয়াছি পর্ব্বতমালা,/ দেখিতে গিয়াছি সিন্ধু।/ দেখা হয় নাই চক্ষু মেলিয়া/ ঘর হতে শুধু দুই পা ফেলিয়া/ একটি ধানের শিসের উপরে/ একটি শিশির বিন্দু।’ আমাদের জাতীয় জীবনেও বহু ব্যয় করিয়াও এই শিশির বিন্দু দেখিতে পাইতেছেন না কর্তাব্যক্তিগণ। এই ঢাকা শহর হইতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের মানুষকে যেন মনে হয় বহু দূরের বাস্তবতায় বসবাস করিতেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us