দেহ শীতল হইতেছে; কিন্তু মন কি হইতেছে?

ইত্তেফাক সম্পাদকীয় প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২০, ১২:০৯

মানব চিকিত্সাবিজ্ঞানে কিছু ম্যাজিক সংখ্যা রহিয়াছে, যাহা স্ট্যান্ডার্ড হিসাবে বহু বত্সর ধরিয়া মানিয়া লওয়া হয়। তেমনই একটি ম্যাজিক সংখ্যা হইল আমাদের দেহের আদর্শ তাপমাত্রা—যাহা ৯৮ দশমিক ৬ ডিগ্রি ফারেনহাইট। এখন হইতে ১৬০ বত্সর পূর্বে জার্মান চিকিত্সক ভান্ডারলিচ ২৫ হাজার রোগীর দেহের তাপমাত্রা মাপিয়াছিলেন বগলের তাপমাত্রা লইয়া, যাহাকে চিকিত্সাবিজ্ঞানের পরিভাষায় বলা হয়, ‘অ্যাক্সিলারি টেম্পারেচার’। কী আশ্চর্য! সেই তাপমাত্রা নাকি এখন আর আদর্শ নহে! মানবদেহের আদর্শ তাপমাত্রা নাকি কমিয়া গিয়াছে প্রায় ১ দশমিক ১ ডিগ্রি ফারেনহাইট! অর্থাত্, মানুষ আরো শীতল হইয়াছে। আর পুরুষ শীতল হইয়াছে নারীর তুলনায় অধিক। নারীদেহের আদর্শ তাপমাত্রা এখন ৯৮ ডিগ্রি ফারেনহাইট। আন্তর্জাতিক বিজ্ঞান-জার্নাল ‘ইলাইফ’-এর নূতন সংখ্যায় প্রকাশিত হইয়াছে এই সংক্রান্ত গবেষণাপত্র।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us