সোলাইমানির দাফন স্থগিত

সময় টিভি প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২০, ০৮:০৬

মার্কিন যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানির দাফন স্থগিত করেছে কর্তৃপক্ষ। খবর পার্স টুডের। জেনারেল কাসেম সোলাইমানির মরদেহকে তার জন্মশহর কেরমানে নিয়ে যাওয়া হয়েছে। কেরমান শহর এখন জনসমুদ্র। সেখানে তাকে শ্রদ্ধা জানাতে লাখ লাখ মানুষ সমবেত হয়েছেন। তিনি ওসিয়তনামায় লিখে গেছেন, তাকে যেন তার জন্মস্থান কেরমানের কবরস্থানে নিজের এক সহযোদ্ধার পাশে দাফন করা হয়। অবিশ্বাস্য ও অতিরিক্ত ভিড়ের চাপে জেনারেল সোলাইমানির মরদেহ বহনকারী গাড়ি সহজে সামনের দিকে এগোতে পারছিল না। শোকার্ত জনতা খুব কাছ থেকে তাদের বীরের প্রতি শ্রদ্ধা জানাতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছেন। জেনারেল সোলাইমানিকে বহনকারী গাড়িতে একবার হাত বুলিয়ে দিতে পারাকে পরম সৌভাগ্য বলে মনে করছেন অনেকে। এ কারণে গাড়ির সামনে পেছনে শুধুই মানুষ। কেউ কেউ গাড়িতে কফিনের পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের কাছে এক ধরনের কালো কাপড় ছুঁড়ে দিচ্ছেন। এরপর তা কফিনে ছোঁয়ানোর পর আবারও ফিরিয়ে দিচ্ছেন তারা। জনতা সেই কাপড় ছিঁড়ে ভাগ করে নিচ্ছেন। বীরের কফিনের ছোঁয়া পাওয়া কাপড়ের টুকরো সযত্নে আজীবন রক্ষা করবেন তার স্মৃতি হিসেবে। এ এক আধ্যাত্মিক দৃশ্য!
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us