ত্যাগ ও আদর্শের রাজনীতির আহ্বান নেতাকর্মীদের মধ্যে কি সাড়া জাগাবে?

ইত্তেফাক এ কে এম শহীদুল হক প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২০, ১৫:৪৯

গত ২০ ও ২১ ডিসেম্বর জাঁকজমকভাবে বাংলাদেশ আওয়ামী লীগের একুশতম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হলো। উদ্বোধনী দিনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমবেত নেতাকর্মীদের ত্যাগ, উত্সর্গ ও আদর্শের রাজনীতি করার পরামর্শ দিয়েছেন। তিনি বঙ্গবন্ধুর বক্তব্য ও অসমাপ্ত আত্মজীবনী থেকে কোড করে বঙ্গবন্ধুর আহ্বানের পুনরাবৃত্তি করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী প্রায় সব বক্তব্যেই রাজনীতিতে ত্যাগ ও আদর্শের ওপর বিশেষ গুরুত্ব দেন। রাজনীতিবিদের সব সময় ভাবা উচিত তিনি দেশ ও জনগণকে কী দিতে পেরেছেন; তিনি কী পেলেন, না-পেলেন সে হিসাব তাদের করা উচিত নয়। রাজনীতিবিদরা জনগণের সেবক। সেবার মনোবৃত্তি নিয়েই তাদের কাজ করতে হবে। বঙ্গবন্ধুর সৈনিকদের আদর্শ ও ত্যাগের সৈনিক হতে হবে। বঙ্গবন্ধুকে জানতে হবে। দেশের ও জনগণের জন্য তার মহান ত্যাগ ও আদর্শের কাহিনি জেনে উদ্বুদ্ধ হতে হবে। বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে দেশের মানুষকে ভালোবাসতে হবে, তাদের সেবা করতে হবে। তবেই আদর্শবান ও ত্যাগী রাজনীতিবিদ হওয়া যাবে। এসব কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময়ই বলে থাকেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us