আর কিছু পরেই কলকাতায় বসবে আইপিএলের নিলাম। যেখানে বাংলাদেশের পাঁচ ক্রিকেটারকে হাতুরির নিচে রাখা হতে পারে। দল পাওয়ার সম্ভাবনা বেশি মুশফিকুর রহিমের। বাংলাদেশ সময় বিকাল চারটায় শুরু হবে আইপিএলের নিলাম। এবার আইপিএলের নিলামের জন্য নাম নিবন্ধন করেননি মুশফিক। আগ্রহ দেখাননি ভারতের এই মেগা ইভেন্টের জন্য। তবে, মুশফিককে আইপিএলের আসন্ন আসরে পেতে ভারত থেকেই অনুরোধের চিঠি উড়ে আসে। ভারতীয় মিডিয়ায় গুঞ্জন উঠেছে, শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স আগ্রহ দেখিয়েছে মুশফিককে নিয়ে। এছাড়া, কেউ কেউ বলছে সানরাইজার্স হায়দ্রাবাদের আগ্রহ আছে বাংলাদেশের এই উইকেটকিপার ব্যাটসম্যানকে নিয়ে। সাকিবের সাবেক দল কলকাতা এবার ছেড়ে দিয়েছে উইকেটকিপার ব্যাটসম্যান রবিন উথাপ্পাকে। তার জায়গায় একজন উইকেটকিপার ব্যাটসম্যান চাইছে নাইট রাইডার্সরা। কলকাতা নিজেদের চাহিদার কথা মাথায় রেখে দ্বিতীয় উইকেটকিপার পেতে মুশফিকের জন্য লড়বে। নিলামের জন্য আরও ৩৫ কোটি ৬৫ লাখ রুপি খরচ করতে পারবে কলকাতা।