আবারো বাড়ল স্বর্ণের দাম

বণিক বার্তা প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৯, ২১:০৩

একমাসের ব্যবধানে দেশের বাজারে আবারো স্বর্ণের দাম বেড়েছে। ২২, ২১ ও ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বেড়েছে। আজ বুধবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এতথ্য জানানো হয়েছে।বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, আগামী বৃহস্পতিবার থেকে নতুন এ দাম কার্যকর হবে। এর আগে সর্বশেষ গত ২৪ নভেম্বর স্বর্ণের দাম এই তিন ক্যারেটের স্বর্ণের দাম একই দাম বাড়ানো হয়েছিল। এছাড়া গত জুলাই ও আগস্ট মাসে কয়েক দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়।স্বর্ণের নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৫৯ হাজার ১৯৪ টাকা। যা বুধবার পর্যন্ত এই ক্যারেটের স্বর্ণের দাম ৫৮ হাজার ২৮ টাকায় বিক্রি হচ্ছে। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ধরা হয়েছে ৫৬ হাজার ৮৬২ টাকা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us