মালির উত্তরাঞ্চলের নাইজার সীমান্তে সামরিক শিবিরে ইসলামপন্থী জঙ্গিদের হামলায় মালির ৭১ সৈন্য নিহত হয়েছেন। বুধবার (১১ ডিসেম্বর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০১৫ সালে দেশটিতে জঙ্গি সহিংসতা শুরু হওয়ার পর এই আক্রমণটি সামরিক ক্ষেত্রে সবচেয়ে মারাত্মক ঘটনা ছিল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রক জাতীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বলেন, দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে ইসলামপন্থী জঙ্গিদের হামলায় ৭১ সেনা নিহত ও ১২ জন আহত হয়েছেন। বিবৃতিতে আরও বলেন, সশস্ত্র সন্ত্রাসীরা সামরিক শিবিরকে লক্ষ্য করে গুলি, মর্টার শেল ছুড়ে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই সময় সন্ত্রাসীদের সঙ্গে তিন ঘণ্টাব্যাপী লড়াই চলে।