টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত, ইয়াবা-অস্ত্র উদ্ধার

মানবজমিন প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৯, ০৯:৫৯

কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া গ্রামের আবদুস সালামের ছেলে ঈমান হোছন (২৫)। এ সময় মাদক চোরাচালানকারীদের গুলিতে বিজিবির দুই সদস্যও আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ইয়াবা, অস্ত্র ও কিরিচ  উদ্ধার করা হয়েছে।বিজিবি সুত্র জানায়, রাত আড়াইটায় মিয়ানমারের লাল দিয়া থেকে নাফ নদী পেরিয়ে একটি নৌকা বাংলাদেশের জাদিমুড়া সীমান্ত পয়েন্টের দিকে আসতে দেখে বিজিবি টহল দল কৌশলগত অবস্থান নেয়। এ সময় কেওড়া বাগানের পাশাপাশি একজন লোক ঘুরাঘুরি করতে দেখা যায়। কিছুক্ষণ পর নৌকাটি কিনারায় পৌঁছলে ওই ব্যক্তি নৌকায় থাকা লোকদের সঙ্গে যোগ দেয়। তাৎক্ষণিকভাবে বিজিবি জওয়ানরা তাদের চ্যালেঞ্জ করে আটকের চেষ্টা করলে ইয়াবা পাচারকারী দল অতর্কিতভাবে বিজিবির ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে বিজিবির ২ সদস্য আহত হন। আত্মরক্ষার্থে বিজিবিও গুলিবর্ষণ করলে উভয়পক্ষের মধ্যে প্রায় ৭-৮ মিনিট গুলি বিনিময়ের ঘটনা ঘটে।কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে বিজিবি সদস্যরা তাকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। সেখানে পৌঁছার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।এছাড়া ঘটনাস্থল থেকে ৩ কোটি ৬০ লাখ টাকা মুল্যমানের ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা, দেশীয় তৈরি ১টি বন্দুক ও ২ রাউন্ড তাজা কার্তুজ ও ১টি কিরিচ উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি।ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. ফয়সল হাসান খান জানান, টেকনাফ সীমান্ত দিয়ে অসাধু মাদক পাচারকারী চক্র বেপরোয়া হওয়ার চেষ্টা করছে। তাদের প্রতিরোধে বিজিবি টহল জোরদার রয়েছে এবং সংঘটিত ঘটনার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ডাকাত নিহত

জাগো নিউজ ২৪ | টেকনাফ মডেল থানা, কক্সবাজার
৩ বছর, ৩ মাস আগে

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ডাকাত নিহত

ঢাকা পোষ্ট | কুতুপালং, উখিয়া, কক্সবাজার
৩ বছর, ৪ মাস আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us