ডিপিডিসি ও ডেসকোর চাওয়ায় বিদ্যুতের দাম বাড়ানো বেআইনি

প্রথম আলো প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০১৯, ০৮:৩০

বিদ্যুতের মূল্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) আইন অনুযায়ী, লাভে থাকলে কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাব করতে পারে না। ঢাকা ও ঢাকার আশপাশে দুই বিতরণকারী সংস্থা ডিপিডিসি ও ডেসকো লাভে রয়েছে। তা সত্ত্বেও তারা বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব করেছে। আর ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) দেওয়া প্রস্তাবের ওপর গণশুনানি করছে বিইআরসি। বিদ্যুৎ খাত–সংশ্লিষ্টরা এবং আইনজীবীরা বলছেন, ডিপিডিসি ও ডেসকোর প্রস্তাবে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর এই শুনানি বেআইনি। পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে এসেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। সংস্থাটি প্রতি ইউনিট বিদ্যুতে ১ টাকা ১১ পয়সা বাড়ানোর প্রস্তাব করেছে বিইআরসিতে। এ প্রস্তাবের ওপর গণশুনানি হয়েছে গত বৃহস্পতিবার। পিডিবি পাইকারি ছাড়াও গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ বিতরণ করে থাকে। পিডিবি ছাড়া দেশে আরও পাঁচটি বিতরণ সংস্থা রয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us