ইরাকের প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেছে পার্লামেন্ট
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৯, ০৮:৪৫
ইরাকের প্রধানমন্ত্রী আদিল আবদুল মাহদির পদত্যাগপত্র গ্রহণ করেছে দেশটির পার্লামেন্ট। প্রেসিডেন্ট সালিহ বারহামকে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হবে বলে জানিয়েছেন পার্লামেন্টের স্পিকার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। ইরাকে টানা সরকারবিরোধী রক্তক্ষয়ী বিক্ষোভের পর গত শনিবার দেশটির পার্লামেন্টে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন মাহদি। গতকাল রোববার তাঁর পদত্যাগপত্র নিয়ে আলোচনা করেন আইন প্রণেতারা। পরে তাঁর পদত্যাগপত্র পার্লামেন্টে গৃহিত হয়। পদত্যাগের পর মন্ত্রিসভায় এক ভাষণে আবদুল মাহদি বলেন, দায়িত্ব নেওয়ার এক বছর পর এখন পরিস্থিতি এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে