৬ষ্ঠ ব্যান্ড ফেস্টে তারুণ্যের উপচে পড়া ঢল

মানবজমিন প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৯, ০০:০০

চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত ৬ষ্ঠ ব্যান্ড ফেস্টে তারুণ্যের উপচে পড়া ঢল নেমেছিল। বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দিনভর মাতিয়েছে চ্যানেল আই প্রাঙ্গণ। ব্যান্ড ফেস্টের উদ্যোক্তা ছিলেন কিংবদন্তি ব্যান্ড সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু। যার হাত ধরে চ্যানেল আই চত্বরে ৫ বছর আগে শুরু হয়েছিল এ ফেস্টের। গতকাল সকাল ১১টা ০৫ মিনিটে তথ্যপ্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, ইমপ্রেস গ্রুপের পরিচালক মুকিত মজুমদার, সংগীতশিল্পী ড. অরূপ রতন চৌধুরী, ফকির আলমগীর, শাহীন সামাদ উপস্থিত থেকে ব্যান্ড ফেস্টের উদ্বোধন করেন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির, ইয়ামাহা’র নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস, নন্দন গ্রুপের চেয়ারম্যান বিল্লাল হক, নন্দন গ্রুপের সিইও লে. ক. (অবঃ) তুষার বিন ইউনুস এবং সিএমএমই’র বাণিজ্যিক সম্পৃক্তকরণ শাখার মির্জা জান্নাতুল ফেরদৌস তিথিসহ এবারে পারফরমেন্স করা ১৮টি ব্যান্ডের সদস্যরা। এরপর ব্যান্ড এলআরবির সদস্যরা পারফর্ম করেছেন। তরুণ ব্যান্ড দলের শিল্পীরাও দিনভর মাতিয়েছে চ্যানেল আই প্রাঙ্গণ। অংশগ্রহণকৃত ব্যান্ডগুলোর মধ্যে ছিল এলআরবি, ফিডব্যাক, অবস্‌কিউর, আর্ক, ভাইকিংস, আর্টসেল, ধ্রুবতারা, দলছুট, শিরোনামহীন, পার্থিব, আরবোভাইরাস, মেকানিক্স, হই চই, সিম্ফনি, জলের গান, ব্ল্যাক মুন, তীরন্দাজ এবং মেট্রিক্যাল। এবারের ব্যান্ড ফেস্টের সমাপ্তি হয় সন্ধ্যা ৭টায়। ব্যান্ড ফেস্ট নিবেদন করেছে স্বপ্ন ও ইয়ামাহা। পাওয়ার্ড বাই নন্দন। এবারের ব্যান্ড ফেস্টে ঘোষণা করা হয়েছে আগামী বছর থেকে আইয়ুব বাচ্চু স্মরণে ব্যান্ড ফেস্টে একটি ব্যান্ডকে সম্মাননা জানানো হবে। সেটি নতুন কিংবা খ্যাতিমান ব্যান্ডও হতে পারে। এ সম্মাননা প্রদান করা হবে সে বছরের সেই ব্যান্ডের কার্যক্রমের উপর ভিত্তি করে। সম্মাননা হিসেবে থাকবে আইয়ুব বাচ্চুর স্বপ্নের রূপালী গিটারের ক্রেস্ট, সম্মাননা সনদ এবং অর্থমূল্য। ব্যান্ড ফেস্ট সরাসরি সম্প্রচার করেছে চ্যানেল আই। চ্যানেল আই অনলাইন ফেসবুক পেইজ থেকেও সরাসরি দেখা গেছে। রেডিও ভূমির শ্রেুাতারাও সরাসরি ব্যান্ড ফেস্টে পরিবেশনকৃত গানগুলো শুনতে পেয়েছেন। ব্যান্ড ফেস্ট উপস্থাপনা করেছেন অপু মাহফুজ, দিলরুবা সাথী এবং পরিচালনা করেছেন অনন্যা রুমা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us