চুয়াডাঙ্গায় ভুয়া মেজর আটক

মানবজমিন প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৯, ০০:০০

চুয়াডাঙ্গায় সরকারি চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে ভুয়া মেজর পরিচয় দেয়া এক প্রতারককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৯ লাখ ৩০ হাজার টাকা। বৃহস্পতিবার সকাল ১০টায় দামুড়হুদা উপজেলার দর্শনা বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। আটক শাহ জামাল মিন্টু (৩৫) পঞ্চগড় জেলার আটুয়ারী এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে। চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা এলাকায় অভিযান চালিয়ে ওই প্রতারককে আটক করা হয়। উদ্ধার করা হয় ৯ লাখ ৩০ হাজার টাকা। সে বিভিন্ন সময়ে চাকুরি দেয়ার নাম করে চুয়াডাঙ্গাসহ বিভিন্ন এলাকায় ভুয়া সেনাবাহিনীর মেজর পরিচয়ে প্রতারণা করে আসছিল। প্রকৃত পক্ষে সে সেনাবাহিনীর চাকুরিচ্যুত একজন সৈনিক। তার মানি ব্যাগ থেকে দুটি দৈনিক পত্রিকার পরিচয় পত্র উদ্ধার করা হয়। এছাড়া দামুড়হুদা উপজেলার চন্ডিপুর গ্রামের রফিকুল ইসলাম এবং তার দুই ছেলে বাদশা মিয়া ও হাকিম আলীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। আটক শাহ জামাল মিন্টুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। দামুড়হুদার চন্ডিপুর গ্রামের রফিকুল ইসলাম জানান, তার দুই ছেলের মধ্যে বাদশা মিয়াকে মৎস অধিদপ্তরে ও হাকিম আলীকে স্বাস্থ্য বিভাগে চাকুরি দেয়ার নাম করে শাহ জামাল মিন্টু মেজর পরিচয়ে প্রথমে ৭ লাখ ২০ হাজার টাকা এবং বৃহস্পতিবার ৯ লাখ ৩০ হাজার টাকা নিয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us