পরিবারে বিত্তবৈভব বাড়লে কি স্বাভাবিক উপায়ে সন্তান জন্ম দেওয়ার ইচ্ছা নারীদের কমে যায়? দেশের প্রধানত সচ্ছল পরিবারের প্রসূতিদের সিজারিয়ান প্রসবের প্রতি অতি ঝোঁক বছর কয়েক আগে পর্যন্ত এমন প্রশ্ন জাগাত। কিন্তু পরে দেখা গেল, মোটামুটি সচ্ছলতার মধ্যে থাকা, এমনকি দরিদ্র মেয়েদের মধ্যেও অস্ত্রোপচারের মাধ্যমে মা হওয়ার প্রবণতা বেড়ে গেছে। ক্লিনিক নামধারী ছোটখাটো ওষুধের দোকানের মতো প্রতিষ্ঠানেও শিশুর জন্ম...