ট্রেনচালক সংকট: রেলকে বেগবান করার দ্রুত পদক্ষেপ নিন

যুগান্তর সম্পাদকীয় প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৯, ০৮:২৮

রেলে লোকোমোটিভ মাস্টার তথা ট্রেনচালক সংকট চরমে উঠেছে। জানা গেছে, বর্তমানে রেলওয়েতে চালক প্রয়োজন অন্তত সাড়ে তিন হাজার; অথচ সেখানে ট্রেন চালাতে সক্ষম এমন চালক (এলএম) ও সহকারী চালক (এএলএম) মিলে মোট জনবলের সংখ্যা মাত্র ৯৮৩। অবশ্য এর বাইরে ১৩৫ জন সাব-লোকোমোটিভ মাস্টার রয়েছেন, যারা ট্রেন চালান না, কেবল শান্টিং (ইঞ্জিন বা খালি কোচ স্থানান্তর) করার কাজে যুক্ত। রেলওয়ের এ সংকট সহসা কাটবে বলে মনে হচ্ছে না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us