‘একটি সিনেমার গল্প’ এবার পশ্চিমবঙ্গে

মানবজমিন প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৯, ০০:০০

বাংলাদেশের পর এবার পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে ‘একটি সিনেমার গল্প’। সাফটা চুক্তির আওতায় বাংলাদেশের আরিফিন শুভ ও কলকাতার ঋতুপর্ণা অভিনীত এ ছবিটি সেখানে মুক্তি পেতে যাচ্ছে। তথ্যটি নিশ্চিত করেছেন ছবির পরিচালক ও অভিনেতা আলমগীর। তিনি গতকাল বলেন, সাফটা চুক্তির যথাযথ নিয়ম মেনেই পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে ‘একটি সিনেমার গল্প’। তারা জানিয়েছেন, চলতি নভেম্বর মাসের ২৯ তারিখ মুক্তি পাবে ছবিটি। ছবিটির প্রচারণার কাজে কয়েকদিন পর কলকাতায় যাবো আমি। কলকাতা থেকে ঋতুপর্ণা জানান, বাংলাদেশে জাতীয় পুরস্কারপ্রাপ্ত সিনেমা এবার পশ্চিমবঙ্গের মানুষ দেখবে, এটা আমার জন্য অন্যরকম ভালোলাগার বিষয়। আইকন এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত ‘একটি সিনেমার গল্প’ ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেন চম্পা, সাবেরী আলমসহ অনেকে। ২০১৮ সালের ১৩ই এপ্রিল ছবিটি এ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সম্প্রতি এক ঘোষণায় এ সিনেমাটি বেশ কয়েকটি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us