লিওনার্দো দ্য ভিঞ্চি শিল্পকলার ইতিহাসের সর্বাধিক গুরুত্বপূর্ণ শিল্পী হিসেবে পরিচিত। তিনি রেনেসাঁ বা ধ্রুপদী যুগের এক বহু গুণান্বিত মেধাবী ব্যক্তিত্ব। শিল্পক্ষেত্রে বিচরণের পাশাপাশি তার মানবদেহের অঙ্গ ব্যবচ্ছেদ, দৈহিক গঠনতন্ত্র সম্পর্কিত বিদ্যা আর ভূতত্ত্ববিদ্যার প্রতি আকর্ষণ ছিল। এছাড়া মনুষ্য নির্মিত উড্ডয়ন প্রক্রিয়ায় তার বিশেষ আগ্রহ সম্পর্কে জানা গেছে। লিওনার্দোর অন্য সব ধরনের আগ্রহ বা জ্ঞানকে দূরে সরিয়ে তিনি ‘শিল্পী’ লিওনার্দো হিসেবেই প্রকৃত পরিচিতি পেয়েছেন। এর কারণ হিসেবে বলা যায়, ড্রইংয়ে অসামান্য দক্ষতা, নতুন করণকৌশলের আবিষ্কার আর শিল্পের প্রতি একনিষ্ঠ একাগ্রতা। কিন্তু লিওনার্দো দ্য ভিঞ্চিকে ‘শিল্পী’ শব্দের মধ্যে আবদ্ধ না রেখে তার জীবনযাপন, চর্চা, জ্ঞান, আকাঙ্ক্ষা, সফলতা-ব্যর্থতা, উদ্ভাবন—সবকিছু সমন্বয় করে চিন্তার যোগসূত্রে পাঠ করা।