আমলাতন্ত্রের ভেতর-বাহির

দৈনিক আমাদের সময় সিরাজুল ইসলাম চৌধুরী প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৯, ০০:০০

ওরা আসে। কিন্তু প্রশ্ন হলো কেন ওরা বারবার আসে। ‘স্বাধীন’ পাকিস্তানে এলো, স্বাধীন বাংলাদেশেও এলো? কিসের জোরে? কার দুর্বলতায়? এ প্রসঙ্গে প্রতিবেশী ভারতের কথা বলতে হয়। একই রাষ্ট্রের অংশ ছিলাম তো আমরা এক সময়ে, উত্তরাধিকার একই, কিন্তু কই সেখানে তো সামরিক শাসন একবারও আসেনি, যেমনটা আমাদের এখানে এলো বারবার। কেন এই পার্থক্য? ভারতে সামরিক শাসন না আসার কারণ দুটি। একটি হচ্ছে সেনাবাহিনীর বহুজাতিক গঠন, অপরটি হলো সেখানকার বুর্জোয়াদের চরিত্র। ভারতে আসলে একটি নয়, অনেক জাতিসত্তা বিদ্যমান। তারা এক হয়ে একটি…
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us