বাংলার মাটি, রূপ ও প্রাকৃতিক সৌন্দর্যে অবিরাম ঢেউ খেলে যায় লোকজ সুরের মোহনা। যেখানে খুঁজে পাওয়া যায় বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সাংস্কৃতিক ইতিহাস। যে ইতিহাসের পরতে পরতে গেঁথে আছে বাংলা লোকগানের বৈচিত্রময় সুর ও সঙ্গীত। যার সুর, তাল, লয় ও ছন্দের বর্ণিল ছোঁয়ায় সঙ্গীতপ্রিয় সমস্ত মানুষকে এক সুতোয় বাঁধতে পারার এক ঐশ্বরিক ক্ষমতা রয়েছে। কেননা এই লোকসঙ্গীতের মধ্যদিয়েই খুঁজে পাওয়া যায় আত্মার শান্তি ও ঐতিহ্যের সমৃদ্ধি। বাঙালির নিজস্ব সম্পদ বাংলা লোকসঙ্গীতকে সবার মাঝে ছড়িয়ে দেয়া এবং সারাবিশ্বে লোকসঙ্গীতের গৌরবময় সুদৃঢ় অবস্থান তৈরির লক্ষ্য নিয়ে টানা পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় লোকসঙ্গীতের উৎসব- আন্তর্জাতিক লোকসঙ্গীত উৎসব (ফোকফেষ্ট-২০১৯)।