পাকুন্দিয়ায় সীমানা নিয়ে বিরোধে ১ জনের মৃত্যু

মানবজমিন প্রকাশিত: ১০ অক্টোবর ২০১৯, ০০:০০

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে মোখলেছুর রহমান (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মোখলেছুর রহমান উপজেলার সুখিয়া ইউনিয়নের ঠুটারজঙ্গল গ্রামের আবদুল কাদিরের ছেলে। গতকাল সকালে ঢাকা থেকে নিহতের লাশ কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, মোখলেছুর রহমানের সঙ্গে বাড়ির সীমানা নিয়ে তার চাচাতো বোন সালমা আক্তারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এনিয়ে কয়েক দফা গ্রামীণ সালিশ দরবার হয়। মঙ্গলবার সকালে বিরোধপূর্ণ জায়গায় সালমা আক্তার ঘর নির্মাণের প্রস্তুতি নেয়। এতে মোখলেছুর রহমান বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে মোখলেছুর রহমান ও তার পিতা আবদুল কাদিরসহ কয়েকজন আহত হন। গুরুতর আহত মোখলেছুর রহমানকে প্রথমে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে তিনি মারা যান। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুর রহমান বলেন, ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us