ইয়েমেনে কয়েক হাজার সৌদি সেনা আটকের দাবি হুতি বিদ্রোহীদের

মানবজমিন প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

ইয়েমেনের সৌদি আরব সংলগ্ন সীমান্ত অঞ্চলে হামলা চালিয়ে কয়েক হাজার ‘শত্র“ সেনা’ আটকের দাবি করেছে হুতি বিদ্রোহীরা। আটক করা সেনাদের মধ্যে সৌদি সেনাবাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তা ও সেনা সদস্যও রয়েছে। এছাড়া, কয়েকশ’ সামরিক যানও জব্দ করা হয়েছে। শনিবার এক বিবৃতিতে এমনটা দাবি করেছে হুতির এক মুখপাত্র। তবে এ বিষয়ে সৌদি পক্ষ থেকে এখনো কোনো তথ্য নিশ্চিত করা হয়নি। এ খবর দিয়েছে আল জাজিরা ও বার্তা সংস্থা রয়টার্স। খবরে বলা হয়, সৌদি আরবের সীমান্তবর্তী নারজান অঞ্চল সংলগ্ন এলাকায় এই অভিযান চালানোর দাবি করেছে হুতি বিদ্রোহীরা। অভিযানে শত্র“ পক্ষের সামরিক ব্রিগেড পরাস্ত হয়েছে। শনিবার হুতি-পরিচালিত আল মাসিরাহ টিভি হুতির ওই মুখপাত্রকে উদ্ধৃত করে বলা হয়েছে, ৭২ ঘণ্টা আগে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ইউনিটের সমন্বয়ে এই হামলা অভিযান চালানো হয়। তবে সৌদি পক্ষ থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়নি। রয়টার্স জানিয়েছে, তারা স্বতন্ত্রভাবে হুতির দাবি যাচাই করতে পারেনি। এ বিষয়ে জানতে চেয়ে ইয়েমেনে সক্রিয় সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সাড়া মেলেনি।হুতি মুখপাত্র জানান, এই হামলা প্রমাণ করে যে, সৌদি আরব যদি ইয়েমেনের বিরুদ্ধে আরো আগ্রাসন চালাতে চায় তাহলে ইয়েমেনী যোদ্ধারা খুব সহজেই সৌদি আরবে ঢুকে হামলা চালাতে পারবে। অভিযানটিতে আটক করা সেনাদের নিয়ে তিনি বলেন, সৌদি হামলা থেকে রক্ষা করতে তাদের অজ্ঞাত একটি জায়গায় রাখা হবে। উল্লেখ্য, ইয়েমেনে আন্তর্জাতিক সরকারের পক্ষ নিয়ে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে চার বছর ধরে যুদ্ধ করছে সৌদি-নেতৃত্বাধীন জোট। সাম্প্রতিক মাসে দুই পক্ষের মধ্যে সহিংসতা চরম আকার ধারণ করেছে। । চলতি মাসের ১৪ তারিখ সৌদির দুটি প্রধান তেলক্ষেত্রে হামলা চালানোর দাবি করে হুতিরা। ওই হামলায় সাময়িকভাবে সংকট তৈরি হয় সৌদির তেল রপ্তানিতে। তবে সৌদি আরব ও যুক্তরাষ্ট্র হামলার জন্য ইরানকে দায়ী করে। এ নিয়ে পারস্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। ইরান অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। পরবর্তীতে ২০ সেপ্টেম্বর সৌদি আরবকে শান্তি প্রস্তাব দেয় হুতিরা। কিন্তু তাৎক্ষণিকভাবে প্রস্তাবে সাড়া দেয়নি সৌদি আরব। এর কয়েকদিন পরই ফের হামলার এই দাবি জানালো হুতিরা। এছাড়া সাম্প্রতিক মাসগুলোতে সৌদি সহায়তায় ইয়েমেনের কাতাফ অঞ্চল ও সাদা প্রদেশে বিমান হামলা বাড়িয়েছে সরকারি বাহিনী। স্থানীয় সূত্র জানিয়েছে, সেখানে কয়েকশ’ ইয়েমেনী সেনাকে আটক করেছে হুতিরা। এছাড়া, সম্প্রতি সৌদি আরবে আলাদাভাবে উল্লেখযোগ্য হামলা চালিয়েছে হুতিরাহুতি মুখপাত্র মোহাম্মদ আব্দুল-সালাম সাম্প্রতিক এই হামলাকে ‘ঈশ্বর প্রদত্ত জয়’ হিসেবে আখ্যায়িত করেছেন। আরো বলেছেন, যুদ্ধ শুরুর পর থেকে হুতিদের জন্য সবচেয়ে বড় জয়ের ঘটনা এটি। শত্র“পক্ষ ব্যাপক আকারে ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকদিনের মধ্যে বিশাল এলাকা মুক্ত করা গেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us